তারিখঃ
বরাবর
পরিচালক
কোম্পানির নাম, ঠিকানা।
বিষয়ঃ ‘সহকারী পরিদর্শক’ পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, গত — তারিখে দৈনিক — পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার অধীনে ‘সহকারী পরিদর্শক’ পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদে নিয়োগ লাভে একজন আগ্রহী প্রার্থী হিসেবে মহোদয়ের সদয় বিবেচনার জন্য নিচে আমার যাবতীয় তথ্য প্রদান করলামঃ
নাম : —
পিতার নাম :
মাতার নাম :
স্থায়ী ঠিকানা : গ্রাম- ডাকঘর- উপজেলা-, জেলা,
বর্তমান ঠিকানা :
জন্ম তারিখ :
জাতীয়তা : বাংলাদেশী
মোবাইল :
ইমেইল :
ধর্ম :
শিক্ষাগত যোগ্যতা :
অভিজ্ঞতা:
অতএব, মহোদয়ের নিকট বিনীত নিবেদন, উল্লিখিত তথ্য বিবেচনাক্রমে আমাকে ‘সহকারী পরিদর্শক’ পদে নিয়োগ প্রদান করে আমার শ্রম ও মেধা প্রয়োগের মাধ্যমে চাকরি করার সুযোগ প্রদানে মর্জি হয়।
নিবেদক
—
সংযুক্তিঃ
১। ছবি
২। একডেমিক সনদপত্রের সত্যায়িত কপি।
৩। পোস্টাল অর্ডার।