application for study tour

বিষয়ঃ শিক্ষা সফরে যাবার জন্য আবেদন

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার প্রতিষ্ঠানের – শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমরা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের বাইরে শিক্ষা সফরে যেতে আগ্রহী। শিক্ষা সফরে আমরা আমাদের বইয়ের শিক্ষার বাইরেও আরো বিভিন্ন রকম জ্ঞান লাভ করতে পারব, সাথে আমাদের গতানুগতিক জীবন থেকেও একদিনের ছুটি কাটাতে পারব। ফলে পরবর্তীতে আমরা আমাদের নিজেদের কাজে আরো মনোযোগী হতে পারব।

অতএব, মহোদয়ের কাছে আর্জি যে, আমাদের শিক্ষাসফরে যাওয়ার অনুমতি সাথে কিছু খরচ বহন করলে আমরা কৃতজ্ঞ থাকব।

নিবেদক

–শ্রেণির শিক্ষার্থীবৃন্দ

মন্তব্য করুন

error: কপি করবেন না প্লিজ !!