sick leave application for office

বিষয়: অসুস্থতার ছুটির আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার অধীনে (পদবী) পদে কর্মরত। গতকাল রাত হতে আমি ভাইরাল জ্বরে আক্রান্ত। ডাক্তার আমাকে পাঁচ দিনের জন্য বিশ্রাম ও পথ্য সেবনের পরামর্শ প্রদান করেছে। তাই আমার অসুথতার জন্য ছুটি প্রয়োজন

অতএব, বিনীত প্রার্থনা আমাকে আগামী — হতে — তারিখ পর্যন্ত ছুটি মঞ্জুর করে বাধিত করবেন, যাতে আমি অতি সত্ত্বর সুস্থ হয়ে আপনাদের সাথে যোগদান করতে পারি।

নিবেদক

আপনার নাম

পদবী

মন্তব্য করুন

error: কপি করবেন না প্লিজ !!