বিষয়ঃ সম্মানী বৃদ্ধির জন্য আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানে গত – বছর ধরে – পদবীতে কর্মরত। বিভিন্ন সময় আমি আপনার প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছি এবং প্রতিষ্ঠানের সফলতা বজায় রেখেছি। প্রতিষ্ঠানের পলিসি অনুসারে আমি বার্ষিক বেতন বৃদ্ধি ভোগ করছি, কিন্তু বর্তমান বাজারের তুলনায় এই বৃদ্ধি খুবই অল্প।
গত কিছু মাস ধরে শুন্য পদে থাকা কাজের দায়িত্বও আমি পালন করছি। সেই কারণে আমাকে প্রতিষ্ঠানে অতিরিক্ত শ্রম প্রদান করতে হচ্ছে। এই সব কিছু বিবেচনা করে মহোদয়ের কাছে বিনীত নিবেদন এই যে আমাকে আরো কিছু পরিমান সম্মানী বৃদ্ধি করার আর্জি হয়।
নিবেদক-