বিষয়ঃ মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি – তারিখ হতে — তারিখ পর্যন্ত তিন মাসের জন্য মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন। যেহেতু আমি দীর্ঘদিনের জন্য ছুটিতে যাচ্ছি, তাই আগামী ৯০ দিনের জন্য আমার সব দায়িত্ব – কে প্রদান করে যাচ্ছি। তিনি নিজেও আমার দায়িত্ব পালন করতে সম্মতি জানিয়েছেন। আমি আমার ছুটি থেকে এসে নিজের দায়িত্ব পুনরায় বুঝে নিব। পত্রের সাথে আমার মেডিকেল সার্টিফিকেট সহ আরো প্রয়োজনীয় কাগজপত্র আমি প্রদান করেছি।
অতএব, সবিনীত প্রার্থনা এই যে, আমার শারীরিক বিবেচনায় আমাকে ছুটি প্রদান করে বাধিত করবেন।
নিবেদক-
—