বিষয়ঃ ব্যাক্তিগত লোনের জন্য আবেদন
জনাব,
আমি — প্রতিষ্ঠানের – পদে বর্তমানে চাকুরিরত। বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে অর্থসমস্যায় জীবন কন্টকাকীর্ণ। আমি এই প্রতিষ্ঠানে – বছর ধরে চাকরি করছি। কিন্তু কিছুদিন আগে চুরির কবলে পড়ে আমার জমানো অর্থ চলে যায়। আমার পিতার বানানো বাসভবন আজ ব্যাঙ্কের কাছে ঋণী, যে অর্থ আমাকে দুই সপ্তাহ পরে পরিশোধ করতে হবে। এখন এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমি আর কোন পথ খুঁজে পাচ্ছি না।
তাই মহোদয়ের কাছে আমার প্রার্থনা যে, আমি প্রতিষ্ঠানের প্রতি দায়িত্বশীল ভাবে যে কাজগুলো সম্পন্ন করেছি সেইগুলো বিবেচনা করে আমাকে প্রতিষ্ঠানের কর্মচারীর ফান্ড থেকে কিছু টাকা ঋণ দিলে চিরকৃতজ্ঞ থাকব।
নিবেদক