ধরা যাক, স্কুলের বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য পরীক্ষার্থীরা স্কুলে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে চাও। এই প্রার্থনা জানিয়ে প্রধান শিক্ষক বরাবরে দরখাস্ত লিখ। এই দরখাস্ত লিখার নমুনা নিচে দেয়া হল।
বর্তমানে আবেদন/দরখাস্ত লেখার সময় তারিখ বাম পাশে সবার উপরে দিতে হয়। দরখাস্ত লিখার সবগুলো ধাপ নিচে পর পর দেয়া হল।
নমুনা
১। (তারিখ) ১২/১০/২০১৮
২। (শিরোনাম/ প্রাপক ঠিকানা সংবলিত)
বরাবর,
প্রধান শিক্ষক/অধ্যক্ষ মহোদয়
……………………………………… বিদ্যালয়।
৩। বিষয় : অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন
৪। (সম্ভাষণ) মহোদয়/ জনাব,
৫। (আবেদনের মূল লেখা)
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের — শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমরা আগামী — সালের — পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি। বর্তমানের কঠিন প্রতিযোগিতার এই সময় আমরা ভাল ফলাফল করতে চাচ্ছি। ভালোফলের জন্য ভালো প্রস্তুতি আবশ্যক। তাই বিদ্যালয়ে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিশেষ অতিরিক্ত পাঠ/ক্লাসের ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার নিকট প্রার্থনা জানাচ্ছি।
অতএব, মহোদয় কাছে প্রার্থনা, আমাদের পরীক্ষায় ভালো প্রস্তুতি নিয়ে অংশ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে বিশেষ পাঠদানের ব্যবস্থা গ্রহণে জনাবের সুদৃষ্টি কামনা করছি।
৬। (বিদায়/ বিদায় সম্ভাষণ -নাম ও স্বাক্ষরসহ)
নিবেদক
আপনার অনুগত শিক্ষার্থীবৃন্দ
………………………………….. বিদ্যালয়/স্কুল