college transfer application form

তারিখ:

বরাবর,

প্রধান শিক্ষক

বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি অত্র বিদ্যালয়ের — শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমার বাবা (– স্থানে) বদলি হয়ে গেছেন। তাই আমাকেও আমার বাবার সাথে চলে যেতে হচ্ছে। সেখানের প্রাথমিক বিদ্যালয়ে আমার ভর্তির ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু ঐ বিদ্যালয়ে ভর্তির জন্য আমার বর্তমান বিদ্যালয়ের ছাড়পত্র প্রয়োজন।

অতএব, আমার অসুবিধার কথা বিবেচনা করে আপনার বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন।

নিবেদক—

আপনারই একান্ত বাধ্যগত ছাত্র/ছাত্রী

মন্তব্য করুন

error: কপি করবেন না প্লিজ !!