application for leave of absence – ছুটির দরখাস্ত লেখার নিয়ম

তাং :–

বরাবর,

ম্যানেজার/পরিচালক

(অফিসের নাম)

বিষয়: তিনদিনের ছুটির আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার অধীনে (পদবী) পদে কর্মরত। পারিবারিক কারণে আগামি — থেকে — পর্যন্ত আমার তিনদিনের ছুটি প্রয়োজন।

অতএব, বিনীত প্রার্থনা আমাকে উক্ত কয়-দিনের ছুটি দিলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।

নিবেদক

আপনার নাম

পদবী

মন্তব্য করুন

error: কপি করবেন না প্লিজ !!