application for full free studentship

বিষয়ঃ ফুল-ফ্রি স্কলারশীপের জন্য আবেদন

জনাব,

আমি আপনার প্রতিষ্ঠানে – শ্রেণির ছাত্র। আমার পিতা একজন কৃষক এবং আমরা চার ভাইবোন। গত কয়েক মৌসুম ধরে আমাদের জমির ফসলের অবস্থা ভাল না। আমার পিতার একার রোজগারে আমাদের সকলের পড়াশোনা করার সামর্থ্য নেই। আমি গত বছর বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছিলাম। কিন্তু আমার পিতার বর্তমান আর্থিক সংকটের কারণে আমার লেখাপড়া আজ বন্ধের পথে।

অতএব মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা, আমার মেধা ও পারিবারিক অবস্থা বিবেচনা করে আমাকে স্কলারশীপ দিলে আমি আমার বাকি পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হব।

নিবেদক-

আপনার অনুগত-

মন্তব্য করুন

error: কপি করবেন না প্লিজ !!